Monday, July 22, 2024

এবার মিথিলার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন সৃজিত

বিচ্ছেদ হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির। ওপার বাংলার প্রভাবশালী গণমাধ্যম দৈনিক আনন্দবাজারে এমন প্রতিবেদন প্রকাশের পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। তবে কি সত্যিই ভেঙে যাচ্ছে দুজনের নতুন সংসার? হঠাৎ করেই তীব্র গুঞ্জনে ভারী হয়ে উঠেছে বিনোদন জগৎ।

তবে এই চাঞ্চল্যকর গু’জবে পানি ঢেলে দিয়েছেন খোদ মিথিলা। শুটিংয়ে ব্যস্ত থাকা মিথিলা সদ্য প্রকাশিত এই সংবাদে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’ মুলত গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। এদিকে গুঞ্জনের বিষয়ে এবার মুখ খুললেন পরিচালক সৃজিত মুখার্জি। জানালেন, এসব ভিত্তিহীন সংবাদ।

সৃজিত মুখার্জি আপাতত মধ্যপ্রদেশে ‘ব্যোমকেশ’-এর শুটিংয়ে ব্যস্ত। সেখান থেকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন পরিচালক। জানালেন, মিথিলার সঙ্গে তার সম্পর্ক নিয়ে যা কিছু রটছে, তার কোনওরকম ভিত্তি নেই। রবিবার বিকালে মধ্যপ্রদেশ থেকে ছবি দিয়ে পরিচালক হ্যাশট্যাগে “নিজের শর্তে” কথাটি ব্যবহার করেছেন।ক্যাপশনে লিখেছেন, “টাইম ট্রাভেল শুরু।”

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট