Wednesday, October 4, 2023

এবার নায়ক ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হতে চান আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সংসদ সদস্য পদে লড়তে প্রস্তুতি নিচ্ছেন। তবে বগুড়া নয়; নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়ায় প্রার্থী হতে চান তিনি।

হিরো আলম গণমাধ্যমকে বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ বিকেল ৩টায় নির্বাচন কমিশন থেকে ফরম সংগ্রহ করব। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।

তবে বগুড়ার বিষয়টিও মাথায় রয়েছে তার। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেভাবেই এলাকায় জনসংযোগ করতে চেষ্টা করছি। আর বগুড়াবাসী চায় আমি এমপি হয়ে তাদের হয়ে কাজ করি।

এর আগে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) দুটি আসন থেকেই সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন হিরো আলম।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট