Saturday, February 24, 2024

এপ্রিলে আসছে ভিভোর প্রথম ভাঁজ করা স্মার্টফোন

ভিভোর প্রথম ফোল্ডেবল বা ভাঁজ করা স্মার্টফোন আগামী মাসে বাজারে আসছে। এপ্রিল মাসে লঞ্চ হতে যাওয়া এই ফোনের কোড নাম ‘বাটারফ্লাই’। ভিভোর প্রথম ফোল্ডেবল ফোনের সঙ্গেই প্রতিযোগিতা হতে পারে হুয়াওয়েই এবং স্যামসাং সংস্থার। অনুমান করা হচ্ছে চীনেই প্রথমে লঞ্চ হবে ভিভো কোম্পানির এই ফোন।

এই ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে চীনের জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন। তবে ভিভোর পক্ষ থেকে ফোল্ডেবল ফোন সম্পর্কে তেমন কিছুই জানায়নি সংস্থাটি।

এই ফোনে যা থাকবে

ফোনের কভার স্ক্রিনে থাকতে পারে পাঞ্চ হোল ক্যামেরা। এই ফোনের পেছনের অংশে রয়েছে পেরিস্কোপ লেন্স। এই ফোনে উন্নত মানের হার্ডওয়্যার থাকতে পারে। এ ছাড়া শোনা যাচ্ছে ভিভোর প্রথম ফোল্ডেবল ফোনে ওএলইডি ডিসপ্লে থাকবে। বাইরের এবং ভেতরের, দুটো স্ক্রিনেই এই ডিসপ্লে দেখা যেতে পারে।

এই ফোনে আরও থাকতে পারে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ওএলইডি আউটার ডিসপ্লে। যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এ ছাড়াও ওই ফোনের ইন্টারনাল ডিসপ্লে হতে পারে ৮ ইঞ্চির। এই ডিসপ্লে হতে পারে কিউএইচডি প্লাস রেসোলিউশনের। এ ছাড়াও এই ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট