Sunday, October 1, 2023

এক কাতলের দাম ৫০ হাজার টাকা

পদ্মা নদীর উজানে খলিল হালদারের জালে একটি মাছ ধরা পড়ে। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে সাড়ে ২৭ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।

শনিবার সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, পদ্মা নদীতে জেলের জালে কাতল মাছটি ধরা পড়ে। খবর শুনে তিনি নদীতে গিয়ে জেলেদের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে জেলে খলিল হালদারের কাছ থেকে সাড়ে ২৭ কেজি ওজনের কাতল মাছটি ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৩৭৫ টাকায় কিনে আড়তে আনেন।

পরে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৮ শ’ টাকা কেজি দরে ৪৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। এতে তার ৪ হাজার ১২৫ টাকা লাভ হয়েছে। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মার পানি ধীরে ধীরে বাড়ছে। এ কারণে জেলেদের জালে বড় মাছ ধরা পড়ছে।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট