Wednesday, May 22, 2024

আশিটা গার্লফ্রেন্ড প্রসঙ্গে মুখ খুললেন নাসির

সর্বশেষ বিপিএলে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স ছিল নাসিরের। তবুও স্থান মেলেনি জাতীয় দলে। ক্রিকেটার নাসির হোসেন প্রায় সময়ই থাকেন আলোচনায়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের নানা ইস্যুতেও আলোচনায় থাকেন জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার। তবে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসির হোসেন এবার আলোচিত ৮০টা গার্লফ্রেন্ড ইস্যু নিয়ে কথা বলেছেন স্ত্রী তামিমার সামনেই।

প্রায় সাত বছর আগে গুঞ্জন ছড়ায় ক্রিকেটার নাসির হোসেনের ৮০টি গার্লফ্রেন্ড রয়েছে, একই সঙ্গে তিনি নাকি ৮০টি সিমও ব্যবহার করে থাকেন। এবার সেই ইস্যু নিয়ে দীর্ঘসময় পর কথা বলেন নাসির।

শুক্রবার (২৮ এপ্রিল) দেশের এক ক্রীড়া সংবাদমাধ্যমে ঈদের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিলেন নাসির এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। সেখানে তিনি জানিয়েছেন, এ সবই গুজব। নাসির বলেন, ‘আমার দুইটা ফোন আর দুইটা সিম। ৮০টা গার্লফ্রেন্ড থাকবে, আমি কি রোবট নাকি? বিয়ের পর আমার মধ্যে কি পরিবর্তন এসেছে সেটা আমিও জানি না। হয়তো বা আমি একটু দায়িত্বশীল হয়েছি, যত্ন নিতে শিখেছি।’

তিনি বলেন, ‘আমাদের এখন একটা সন্তান আছে। তাকে নিয়ে এখন আমাদের সবকিছু। বাংলাদেশের মানুষ তো অনেক বেকার। তারা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মজা নিতে পছন্দ করে। হয়তো এখন অন্য কোনো ইস্যু পেয়েছে সেটার উপর ঝাঁপিয়ে পড়ছে। যারা ট্রল করে, সমালোচনা করে তারা শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ।’ তিনি আরও বলেন, ‘কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা কিছু জিনিসকে এমনভাবে উপস্থাপন করে যেন ভিউ বেশি হয়। এডিট করে কত মেয়ের সাথে আমার ছবি যোগ করে দিয়েছে এরা। অন্যরা আমাকে কি মনে করলো তাতে আমার কিছু আসে না। আমরা ভালো আছি এটাই আমাদের কাছে বড় কথা।’

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট