Thursday, July 18, 2024

‘আরিয়ান আমাকে ছাড়িয়ে যেতে চায়’, বললেন শাহরুখ

ছেলে আরিয়ানের সঙ্গে দারুণ বন্ধুত্ব শাহরুখের। শাহরুখের কথায়, ছেলে তাকেও ছাড়িয়ে যেতে চান। এক সাক্ষাৎকারে সেই কথাই শেয়ার করেছিলেন অভিনেতা।

সম্প্রতি পরিচালক হিসাবে বলিউডে পা রেখেছেন আরিয়ান খান। শুধু পরিচালক হিসাবে নয়, পোশাক ব্র্যান্ডের কর্ণধার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। নিজের প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের পরিচালক হিসেবেও ছিলেন আরিয়ান। সেই বিজ্ঞাপনে কাজ করেছেন শাহরুখ।

২০১৮ সালে ‘প্যারেন্ট সার্কেল’-এ দেয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, ‘আরিয়ানের মাঝে আমি কমবয়সের আমাকে দেখতে পাই। তবে ও আরও বেশি পরিণত। আরিয়ান নির্মাতা এবং লেখক হওয়ার জন্য পড়াশোনা করছে। আমার মেয়ে চায় অভিনয় করতে। আমরা মাঝে মাঝে একসঙ্গে প্রাপ্তবয়স্কদের উপযোগী কৌতুকও করি। সিনেমা নির্মাণ নিয়েও কথা বলি, যেহেতু আরিয়ান সেটা শিখছে। তবে আরিয়ান মাঝে মাঝে প্রসঙ্গ বদলে দেয়, কারণ ও নিজেই শিখতে চায়। আমরা একসঙ্গে সিনেমা দেখি। সিনেমা দেখার সময় সিনেমার নানা বিষয় নিয়ে আলোচনা করি।’

শাহরুখ আরও বলেন, ‘আমরা সমস্যায় পড়া, সেটাকে মোকাবিলা করা নিয়ে কথা বলি। কারো সঙ্গে মারামারি লাগলে কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়, সেসব বিষয়েও কথা বলি। আরিয়ান তার লক্ষ্য নিয়ে কথা বলে। নিকেকে ভবিষ্যতে কোথায় দেখতে চায় সেসব নিয়ে কথা বলে। এসব বিষয়ে ওর চিন্তাভাবনা খুবই পরিষ্কার। আরিয়ান আমাকে ছাড়িয়ে যেতে চায়, এটা দারুণ ব্যাপার।’

শাহরুখকে সর্বশেষ দেখা গেছে ‘পাঠান’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে ‘জওয়ান।’ চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে ছবিটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট