Wednesday, May 22, 2024

আমার কোনো সুগার ড্যাডি নেই, থাকার চান্সও নাই : ফারিয়া শাহরিন

বর্তমানে চীনে অবস্থান করছেন ফারিয়া শাহরিন। আর সেখান থেকে এসব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ‘অন্তরা’।

সবুজে ঢাকা উঁচু-নিচু পাহাড়। তার বুক চিড়ে বয়ে গেছে চীনের মহাপ্রাচীর। আর সেই প্রাচীরে দাঁড়িয়ে আছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। ফেসবুকে পোস্ট করা বেশ কিছু ছবিতে এমন দৃশ্য দেখা যায়। এসব ছবি দেখে অনেকে তার রূপের প্রশংসা করছেন। কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলেছেন— ‘এত টাকা কোথায় পান যে বিদেশে ঘুরে বেড়ান?’

অবশ্য এসব অস্বস্তিকর প্রশ্নের উত্তর দিয়েছেন ফারিয়া শাহরিন নিজেই। এক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন— ‘সবাই বিদেশ গেলে কিছু হয় না আর আমি চায়না আসছি কত মানুষ আমাকে নক করলো! কেন এই উত্তেজনা? আমার কোনো সুগার ড্যাডি আগেও ছিল না, ভবিষ্যতেও থাকার চান্স নাই। আর কুটনি বুড়ি ডাইনি হতাগ্রস্ত আপু-আন্টিরা হিংসা লাগলে মাথায় বা শরীরে বরফ দেন, আপনাদের তো আবার আমাকে দেখলে জ্বলে। আমি জ্বলার মতোই!’

নেটিজেনদের অনেকে ফারিয়ার শাহরিনের ‘সুগার ড্যাডি’-এর খবর জানতে চেয়েছেন। তাদের উদ্দেশ্যে এই অভিনেত্রী বলেন, ‘সুগার ড্যাডি থাকলে এতদিনে আমার গাড়ি, একটা ফ্ল্যাট থাকতো। খোঁজ নিয়া দেখেন আমি জিরো। যে টাকা আয় করি সব ঘুরে ঘুরে শেষ করে ফেলি, এই আমার জীবন।’

ফারিয়া শাহরিন ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন। পরে বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্রটি তার পরিচিতি বাড়িয়ে দেয়। অভিনয় করেছেন চলচ্চিত্রেও।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট