Saturday, February 24, 2024

আমার এই ‘শাকিব খান’ নামটি সোহান ভাইয়ের দেওয়া : শাকিব খান

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মৃ’ত্যুতে গভীর শোকাহত শাকিব খান। সামাজিক মাধ্যমে লিখেছেন শোকগাঁথা। শাকিব খান লিখেছেন, ‘এই তো কয়েকদিন আগেও সোহান ভাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হচ্ছিল। বলছিলেন, তিনি অসুস্থ, উন্নত চিকিৎসা নিতে জাপান যাবেন। কিন্তু আজ (বুধবার) সন্ধ্যায় হঠাৎ করে খবরটি পেয়ে আঁতকে উঠলাম! জানলাম, ভাবীর মৃ’ত্যুর একদিন পরেই সোহান ভাইও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…!’

তিনি আরও লিখেছেন, ‘আমার এই শাকিব খান নামটি সোহান ভাইয়ের দেওয়া। সত্যি কথা বলতে, তার সম্পর্কে কিছু বলার বা লেখার ভাষা হারিয়ে ফেলেছি। ভাবী এবং সোহান ভাইকে মহান আল্লাহ পরপারে শান্তিতে রাখুন।’

গতকাল রাতে শাকিব খান লাশবাহী ফ্রিজিং গাড়ির সামনে দাঁড়িয়ে মরদেহ দেখেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। এর আগে বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার বাসায় ঘুমিয়ে ছিলেন সোহান। অনেক ডাকাডাকি করেও তার সাড়া পাননি গৃহকর্মী। পরে অচেতন অবস্থায় সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় তাকে ।

হাসপাতালে নেওয়ার আগে ঘুমের মধ্যেই সোহানের মৃ’ত্যু হয়েছে বলে জানান হাসপাতালের মেডিকেল কর্মকর্তা তানভীর ইসলাম। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। সোহান দীর্ঘদিন ধরে ডায়া’বেটিসে ভুগছিলেন। তবে সোহানের মৃ’ত্যুর কারণ নিশ্চিত হতে পারেননি চিকিৎসকেরা।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট