Tuesday, May 30, 2023

আড়াই টাকা কেজি দরে আম বিক্রি!

রাজশাহীর বাঘা উপজেলায় গত মঙ্গলবার ও বুধবারের ঝড়ে পড়ে যাওয়া আম ১০০ টাকা মণ হিসেবে বিক্রি হয়েছে। এতে প্রতি কেজি আম আড়াই টাকা করে পড়েছে। বৃহস্পতিবার (১৮ মে) উপজেলার আড়ানী পৌরসভার গোচর মোড়ে এই আম কেনেন স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম।

জ্যৈষ্ঠের শুরুতে মঙ্গলবার ও বুধবার পরপর দুই দিন ঝড় হয়। ওই ঝড়ে গাছ থেকে অসংখ্য আম গাছ থেকে পড়ে যায়। পড়ে যাওয়া আম কুড়িয়ে সাধারণ মানুষ ও বাগান মালিকরা দুই টাকা পঞ্চাশ পয়সা কেজি অথবা ১০০ টাকা মণ দরে বিক্রি করেন। এই আম কেনেন গোচর গ্রামের আম ব্যবসায়ী রবিউল ইসলাম।

তিনি বলেন, আমি দীর্ঘদিন থেকে আমের ব্যবসা করি। বিশেষ করে কাঁচা এবং ঝড়ে পড়া আম কিনে ঢাকায় চালান করি।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, প্রচণ্ড রোদের কারণে বোটা নরম হয়ে যাওয়ায় একটু বাতাসেই আম ঝরে যায়। ঝরে পড়া এই আম বিভিন্ন গ্রামের মোড়ে ও বাজারে নামমাত্র দামে বিক্রি হচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট