Sunday, June 16, 2024

আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল ৫:০০ টায়। ম্যাচ তিনটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ার কারণে দুই দলের জন্যই ম্যাচগুলো অত্যান্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকায় এখনো পর্যন্ত তাদের বিপক্ষে কোন ম্যাচে জয়লাভ করতে পারেনি বাংলাদেশ। তাইতো নতুন ইতিহাস রচনায় টাইগারদের নামতে হবে পূর্ণশক্তির দল নিয়েই। তবে বাংলাদেশের একাদশে পরিবর্তনের তেমন কোনো আভাস নেই।

প্রটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের একাদশ দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওপেনিংয়ে তামিম ইকবালের সাথে রয়েছেন লিটন দাস। টপ অর্ডারে সাকিব আল হাসানের পরেই রয়েছেন মুশফিকুর রহিম। তবে ৫ নম্বর ব্যাটিং পজিশনে দেখা যেতে পারে পরিবর্তন। ইয়াসির আলী অথবা মাহমুদুল হাসান জয়ের মধ্য থেকে যে কোন একজনকে দেখা যেতে পারে একাদশে। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ আফিফ হোসেন এবং মেহেদী হাসান মিরাজের একাদশে থাকা একপ্রকার নিশ্চিত। ৩ ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম এবং তাসকিন থাকবেন সেরা একাদশে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট