Wednesday, April 17, 2024

অসুস্থ নায়িকা শিরিন শিলা

সম্প্রতি গণমাধ্যমে নিজের অসুস্থতার বিষয়ে শিরিন শিলা বলেন, নতুন সিনেমা ‘যাযাবর’-এর শুটিং করতে গিয়ে ঠান্ডা লেগে যায়। তাই কথা বলতে পারছি না। চিকিৎসকের পরামর্শে বেড রেস্টে আছি। একটু সুস্থ হলে কাজে ফিরবো।

‘যাযাবর’ সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, বাবা স্কুলশিক্ষক। মা অসুস্থ। বলতে পারেন, এটি একটি সংগ্রামী মেয়ের গল্প। এমন চরিত্রে এই প্রথম কাজ করছি। অনেক সিনেমার অফার পাচ্ছি। কিন্তু খুব বেশি সিনেমার অভিনয় করছি না এখন। বেছে বেছে চলচ্চিত্রের কাজ করছি। এছাড়া নতুন কাজের পরিকল্পনা সাজাচ্ছি।

‘যাযাবর’ নির্মাণ করছেন তাজু কামরুল। সিনেমায় শিলার বিপরীতে অভিনয় করছেন আরজু। এদিকে শিরিন শিলার আরো তিনটি চলচ্চিত্রের শুটিং চলছে। সিনেমাগুলো হলো— ‘দ্য রাইটার, ‘ভালোবাসি তোমায়’ ও ‘ব্যাচেলর ট্রিপ’।

জানা গেছে, ঈদে শিলা অভিনীত নতুন সিনেমা ‘নদীর জলে শাপলা ভাসে’ মুক্তি পাবে। এ সিনেমার মাধ্যমে প্রথমবারে মতো আনিসুর রহমান মিলনের সঙ্গে পর্দায় দেখা যাবে এ অভিনেত্রীকে।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট