Saturday, April 20, 2024

৪৫ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের

জোহানেসবার্গে সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকছে বাংলাদেশ। ৪৫ রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছে টপ অর্ডারের ৫ উইকেট। বাংলাদেশ ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৫ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা আফিফ ১০ রানে ব্যাট করছেন। মাহমুদউল্লাহ রিয়াদ ১ রানে ব্যাট করছেন।

এর আগে ওপেনার তামিম ৪ বলে ১ রান করে লুঙ্গি এনগিডির বলে ক্যাচ দিয়ে ফিরেছেন। প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করা সাকিব আল হাসান শূন্য রানে ফিরেছেন রাবাদার বলে। সাকিবের বিদায়ের পর দেখেশুনেই খেলছিলেন লিটন। তিনটি বাউন্ডারি হাঁকিয়ে বড় কিছুর আশা দেখালেও রাবাদার বলে বাঁচতে পারেননি তিনি। ব্যাটের কানায় লেগে ফেরেন ডি ককের তালুবন্দি হয়ে। সাজঘরে ফেরার আগে ২১ বলে ১৫ রান করেন লিটন।

দ্বিতীয় এই ম্যাচে বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। দলে ফিরেছেন ওপেনার ও উইকেটরক্ষক কুইন্টন ডি কক, পেস অলরাউন্ডার ওয়েন পার্নেল ও বাঁ-হাতি লেগ স্পিনার তাবরেজ শামসি। বাদ পড়েছেন আন্দিলে ফেলুকওয়ায়ো, মার্কো জানসেন ও এইডেন মার্করাম।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট