Thursday, March 28, 2024

শত্রুর বিষে মরল লাখ টাকার মাছ

টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার ২ নম্বর সদর ঘাটাইল ইউপির খিলপাড়া গ্রামে এম ডি ইকবাল হোসেনের ইজারা নেয়া পুকুরে শত্রুতাবশত কে বা কারা বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ মেরে ফেলেছে। সোমবার সকালে পুকুরে গিয়ে এ ঘটনা দেখা যায়। ঘাটাইল থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইকবাল হোসেন জানান, খিলপাড়া গ্রামের সেকান্দার আলীর ছেলে মোতালেব দেওয়ান থেকে সম্প্রতি বাৎসরিক এক লাখ টাকার বিনিময়ে ৭৩ শতাংশ ভূমির পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ শুরু করি। সোমবার ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো পুকুরে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। পুকুরে থাকা ভুরুঙ্গা, সিলবার, কাতল, কালবাউশ, বাম, নোনদা, টাকি ইত্যাদি দেশি বিদেশি সব মাছই মারা গেছে। এরপর আশেপাশের লোকজনকে ডেকে এনে বিষয়টি জানাই এবং ঘাটাইল থানা পুলিশকে অবহিত করি।

তিনি আরও বলেন, এক মাস যাবত পুকুরটি ইজারা নিয়ে সেখানে প্রায় ৩ লাখ টাকার মতো খরচ করেছি। কয়েকমাস পরে মাছগুলো বিক্রি করলে আমার দুই তিন লাখ টাকা মুনাফা আসতো। প্রাথমিকভাবে নিশ্চিত হই পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে আমার পুঁজি ফেরতসহ যে লাভের আশা করেছিলাম তার সবই এখন দুঃস্বপ্ন। তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার চাই।

খিলপাড়া গ্রামের মহর আলী, মতিয়ার রহমানসহ অনেকেই জানান, সকালে পুকুরে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে রয়েছে। রাতের কোনো এক সময়ে হয়তোবা দুর্বৃত্তরা পুকুরে বিষ দিয়েছে। শত্রুতাবশত এভাবে কৃষি উদ্যোগকে বাধাগ্রস্ত করলে তরুণরা কৃষি বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলবে বলে তারা উল্লেখ করেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাহারুল ইসলাম সরকার বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।-ডেইলি বাংলাদেশ

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট