Thursday, March 28, 2024

প্রায় ২৭ কেজি ওজনের বাঘাইড় ৩৩ হাজারে বিক্রি!

মাছটি রাজবাড়ীর দৌলতদিয়া হালিম ফকিরের আড়তে নিয়ে আসার পর দেখা যায় মাছটির ওজন ২৬ কেজি ৭০০ গ্রাম। আড়তে নিয়ে আসলে বিশাল এই মাছটি দেখতে অনেকেই ভীড় করেন। পরে মাছটি ৩৩ হাজার ৩৭৫ টাকায় বিক্রি করা হয়। পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো বিশাল আকারের এক বাঘাইড় মাছ।

বিশাল আকারের মাছটি জেলার পিয়ার আলী মোড় এলাকায় ধরা পড়ে। তারপর দৌলতদিয়া হালিম ফকিরের আড়তে নিয়ে আসা হলে সেখানে উন্মুক্ত নিলামে উঠানো হয়। নিলামে মাছটি শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া প্রতি কেজি ১২০০ টাকা দরে ৩২ হাজার টাকায় কিনে নেয়।

দৌলতদিয়ার আড়তদার হালিম ফকির বলেন, নদীতে পানি কম থাকায় বড় মাছগুলো কিনারার দিকে চলে আসে। তখনই জেলের জালে আটকে যায়। এছাড়া এই ধরনের বড় মাছ সচরাচর পাওয়া যায় না। শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া বলেন, আমি নিলামে প্রায় ২৭ কেজি ওজনের বাঘাইড় মাছটি কিনে নেই। তারপর প্রতিকেজিতে ৫০ টাকা লাভে ৩৩ হাজার ৩৭৫ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।

উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ বলেন, এই ধরনের বড় আকারের মাছ সব সময় ধরা পড়ে না।  এতে স্থানীয় জেলে ও আড়তদাররা লাভবান হতে পারেন। মাছগুলো নদীর কিনারায় চলে আসলে তখন জেলের জালে ধরা পড়ে।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট