Saturday, April 20, 2024

দ্রব্যমূল্য নিয়ে জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে : তথ্যমন্ত্রী

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসায় বিএনপি ও কিছু বুদ্ধিজীবীর মধ্যে অস্বস্তি বেড়ে গেছে।’

ড. মাহমুদ বলেন, বিএনপি ও কিছু কিছু বুদ্ধিজীবী উন্নয়ন-অগ্রগতির প্রশংসা করতে পারে না, শুধু সরকারের বদনাম করে বেড়ায়। তাদের কাজ শুধু সমালোচনা করা। সারা বিশ্বে নিত্যপণ্যের দাম বাড়তি। অথচ সরকার তা নিয়ন্ত্রণে এনেছে।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ও বিএনপির নেতারা মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। তাই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে দেরি হচ্ছে। তাদের কারণে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে আন্তর্জাতিকভাবে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বলেও জানান হাছান মাহমুদ।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট