Thursday, March 28, 2024

তৈ তৈ করে আমরা ছুটে বেড়াচ্ছি সবখানে : মিথিলা

ওয়েব সিরিজ “মাইশেল্ফ অ্যালেন স্বপন” এবারের ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে। সিরিজটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। যদিও সিরিজটির মূল প্রাণ নাসির উদ্দিন খান তবে শায়লা চরিত্রে রাফিয়াত রশিদ মিথিলা বেশ প্রশংসা পাচ্ছেন। অভিনয়গুণে আলাদভাবে নজর কেড়েছেন এ অভিনেত্রী।

সিরিজটা প্রকাশের পর বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। এর মধ্যেই শনিবার (৬ মে) রাফিয়াত রশিদ মিথিলা নিজের ফেরিফায়েড ফেসবুক পেইজে একটা ভিডিও প্রকাশ করে লেখেন, “তৈ তৈ করে আমরা ছুটে বেড়াচ্ছি সবখানে। আর আপনাদের ভালোবাসায়, রেসপন্সে টিম “মাইশেল্ফ অ্যালেন স্বপন” এর বৈয়াম পাখিরা আপ্লূত।

মাইশেলফ অ্যালেন স্বপন মূলত স্বপন চরিত্রটির অরিজিনাল স্টোরি বলে। তবে আগ্রহোদ্দীপক ব্যাপার হলো, এর পটভূমি ২০১৮ সাল, যখন মাদকের বিরুদ্ধে এক অভূতপূর্ব যুদ্ধে অবতীর্ণ হয়েছিল বাংলাদেশ সরকার। ওই সময় খবর চাউর হয়, কক্সবাজারে কথিত ক্রসফায়ারে খুন হয়েছে কুখ্যাত ড্রাগ ডিলার অ্যালেন স্বপন। আর তার দিনকয়েকের মধ্যেই, হুবহু স্বপনের মতো দেখতে, শামসুর রহমান নামে এক ব্যক্তির আবির্ভাব ঘটে রাজধানী ঢাকার বুকে।

কাহিনি যত এগোয়, আমরা সাক্ষী হতে থাকি স্বপনের অবিশ্বাস্য মেটামরফোসিসের। ক্রমশ এক আদ্যপান্ত ফ্যামিলি ম্যান হয়ে ওঠে সে। ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবেও নিজেকে মানিয়ে নিতে থাকে। সেই সঙ্গে অচিরেই সে জড়িয়ে পড়ে ব্যাংকিং সেক্টরের মানি লন্ডারিং সিন্ডিকেটে, যার উল্লেখ আগেই পাওয়া গেছে স্পিন-অফ সিরিজের পূর্বসূরি সিন্ডিকেটে।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট