Tuesday, April 23, 2024

কোনো অ’শ্লীল সিনেমা করিনি, যা হয়েছে তা ক্যামেরার মারপ্যাঁচ : ডিপজল

সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে বাংলাদেশে ‘পাঠান’ সিনেমা মুক্তি নিয়ে আলোচনাকালে ডিপজল বলেন, ‘আমার যেসব সিনেমায় অশ্লী’লতা রয়েছে, সেসব হয়তো পরে ক্যামেরার মাধ্যমে কোনো শর্ট লাগাতে পারে। আমি কোনো অ’শ্লীল সিনেমা করিনি। যেগুলো করা হয়েছে সেসব ক্যামেরার মারপ্যাঁচ। ক্যামেরায় সবকিছু করা হয়েছে। অবশ্যই ভালো দেখে কাজ করেছি।’

দেশের সিনেমাহলে শুক্রবার মুক্তি পেয়েছে বলিউডের সিনেমা ‘পাঠান’। বিষয়টি ভালোভাবে দেখছেন না ডিপজল। তিনি বলেন, ‘পাঠান সিনেমা আমদানি করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস করে ফেলছে। আমাদের সিনেমা প্রেক্ষাগৃহে চলে না, কে বলেছে? এই রোজার ঈদেই তো আটটি সিনেমা মুক্তি পেয়েছে। এসব তো বেশ ভালো চলছে। পাঠান কী প্রয়োজন?’

এই খল অভিনেতা বলেন, ‘এ দেশে কেন হিন্দি কথা চলবে? আমরা বাংলাদেশি, বাংলা আমাদের ভাষা, এটা আমাদের পছন্দ, এই বাংলা নিয়েই আমরা থাকতে চাই। আমরা হিন্দি পছন্দ করি না। হিন্দি যেন আমাদের দেশে না চলে।’

তবে ভারত থেকে বাংলা ভাষার সিনেমা এলে কোনো আপত্তি নেই ডিপজলের। তিনি বলেন, ‘এর আগেও বাংলা সিনেমা এসেছে। তা চলে গেছে। কিন্তু হিন্দি সিনেমা এনে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য কিছু লোক এসব করছে। এসব বন্ধ করে দেশের কথা কেউ ভাবে না বলেও জানান ঢাকাই চলচ্চিত্রের মুভি লর্ড খ্যাত অভিনেতা ডিপজল।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট