Friday, March 29, 2024

ইউটিউব দেখে সৌদি খেজুর চাষ করছে আব্দুল মজিদ

নওগাঁর রাণীনগরে এমন খেজুর বাগান করে সাবলম্বী হয়ে সাড়া ফেলছেন আব্দুল মজিদ। সৌদি আরবের মরিয়ম, আজওয়া জাতের খেজুর এখন বাংলাদেশে। গত দুই বছরের পরিচর্যায় এবার গাছে গাছে ধরেছে খেজুর।

মধ্যপাচ্যের দেশ সৌদি আরবে ৮ ভাই-বোনের অভাবের সংসারে ঘানি টানতে ২০০০ সালে পাড়ি জমান। সৌদি আরবে কাজের করার সুবাদে খেজুর বাগান দেখে তার শখ জাগে দেশে এসে সৌদি খেজুর চাষের। কাজের অবসরে ইউটিউবে দেখেন খেজুর চাষের নানা পদ্ধতি।

২০২০ সালে দেশে ফিরে বাড়ির পাশে ৩০ শতাংশ জমিতে রোপণ করেন ৬৯টি মরিয়ম ও আযওয়া জাতের খেজুরগাছ। এখন সুফল পেতে শুরু করেছেন তিনি। দীর্ঘ ৩ বছর পরিচর্যার পর দেখা যায়, গাছে খেজুর ধরেছে। আগামী বছর থেকে প্রতি বছর ১০ কেজি পর্যন্ত খেজুর পাওয়া যাবে। আব্দুল মজিদ আশা করছেন, প্রতি গাছ থেকে ২-৩ কেজি করে খেজুর পাবেন।

এলাকাবাসী আব্দুল মজিদের এমন সফলতা দেখে খুশি। উপজেলা কৃষি অফিসার জানান, ভালো খেজুর পেলে এর চারা অন্যান্য উপজেলায়ও ছড়িয়ে দেয়া যাবে।আজওয়া ও মরিয়ম খেজুরের বাগান দেখতে এলাকায় ভিড় করে উৎসুক জনতা। বড় পরিসরে বাগান করতে সকলের সহযোগিতা চান নওগাঁর এ কৃষক।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট