Friday, March 29, 2024

আশা করছি পাকিস্তান এই বছর এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই জিতবে : শাহিন আফ্রিদি

১৯৯২ সালের পর আর ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেনি পাকিস্তান। সর্বশেষ এশিয়া কাপও তারা জিতেছিল ২০১২ সালে। বড় এই দুই আসরে শিরোপা খরা এই বছর কাটিয়ে ফেলতে চায় দলটি। পেসার শাহিন শাহ আফ্রিদির বিশ্বাস, চলতি বছর ডাবলস জিতবেন তারা।

সম্প্রতি ৫০ ওভারের ক্রিকেটে দারুণ সময় পার করছে পাকিস্তান। নিউজিল্যান্ডকে ঘরের মাঠে টানা চার ওয়ানডে হারিয়ে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে তারা। এই ধারা পুরো বছর জুড়ে ধরে রাখতে মরিয়া বাবর আজমের দল। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। যদিও খেলার ভেন্যু নিয়ে এখনো সিদ্ধান্ত আসেনি।

অক্টোবর-নভেম্বরে আবার বিশ্বকাপ হবে ভারতে। পেসার শাহিন জানালেন, এই দুই টুর্নামেন্টকে লক্ষ্য করেই তাদের সব পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা। পাকিস্তানের জিও স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে এই পেসার ডাবল জেতার প্রত্যয় শুনিয়েছেন, ‘আশা করছি পাকিস্তান এই বছর এশিয়া কাপ ও বিশ্বকাপ দুটোই জিতবে। বিশ্বকাপের আগে ওয়ানডে ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচগুলো বিশ্ব আসরে আমাদের ভালো পারফর্ম করতে সাহায্য করবে।’

বিশ্বকাপে আরেকটি কারণে আশা দেখছে পাকিস্তান। খেলা হবে প্রতিবেশী দেশ ভারতে। লম্বা সময় ধরে সেখানে তারা খেলতে না গেলেও কন্ডিশন, আবহাওয়া প্রায় একই। বিশ্বকাপেও তাই সুবিধা দেখছে শাহিন, ‘ভারতের কন্ডিশন খুব একটা আলাদা হবে না আমাদের জন্য। বিশ্বকাপে আমরা সেই সুবিধা নিতে পারব।’

গত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আসরে পেসার শাহিনের আরেকটি পরিচয় দেখা গেছে। ব্যাট হাতে দারুণ কিছু পারফর্ম্যান্স দেখিয়েছেন তিনি। ধীরে ধীরে নিজেকে সব্যসাচী ক্রিকেটার করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শাহীন। ২৪ বছর বয়েসী পেসার জানালেন, তিন বিভাগেই ভালো করতে কাজ করছেন তিনি, ‘আমি তো তিন বিভাগেই (ব্যাটিং-বোলিং-ফিল্ডিং) ভালো পারফর্ম করতে চাই, সেই চেষ্টাই করব।’

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট