Thursday, April 25, 2024

আজ ১৫৫ রান করলেই ইতিহাস গড়বে বাংলাদেশ

প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৮ রানে জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এটিই বাংলাদেশের একমাত্র জয়। আজ তৃতীয় ওয়ানডেতে জিতে গেলে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের কীর্তি গড়বে টাইগাররা। সিরিজ জিততে লক্ষ্যটাও বড় নয়। সেঞ্চুরিয়নে আজ ১৫৫ রান করলেই ইতিহাস গড়বে বাংলাদেশ।

আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ৩৬ দশমিক ৫ ওভারে ১৫৪ রানেই গুটিয়ে যায়। আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দেওয়া তাসকিন ফের বিধ্বংসী রূপ ধারণ করেন, তুলে নেন পাঁচ উইকেট। তাঁর বোলিং ফিগারটা ছিল এরকম ৯-০-৩৫-৫।

দুটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। প্রোটিয়াদের পক্ষে ওপেনার জানেমান মালানের ৩৯ ছাড়া বাকি কেউই বলার মতো রান করতে পারেননি। শেষদিকে কেশব মহারাজ ২৮ রান করেন। এছাড়া ডোয়াইন প্রিটোরিয়াস ২০ ও ডেভিড মিলার ১৬ রান করেন। অধিনায়ক টেম্বা বাভুমার ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট