Thursday, November 30, 2023

সেলিব্রেটি ক্রিকেট লিগ বয়কট করলেন রাজ রিপা

মঙ্গলবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন রাজ রিপা। যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন অভিনেতা শরীফুল রাজের মারকুটে ভূমিকার দিকে! ভিডিওতে দেখা যায়, আগ্রাসী ভঙ্গিতে ব্যাট হাতে তেড়ে যাচ্ছেন কালো ক্যাপ পরা এক ব্যক্তি। কয়েকজন মিলে তাঁকে থামানোর চেষ্টা করছেন। অবশেষে তিনি থেমেছেন, তবে সেটা অনেক চেষ্টার পর! শেয়ার করা ওই ভিডিওর ক্যাপশনে রিপা লিখেছেন, ‘জনগণের দেখা উচিত, মাথায় কালো ক্যাপ, হাতে ব্যাট নিয়ে মারতে আসা হিরোটি কে? যাকে ৫-৬ জন মিলে ঠেকাতে পারছিলো না।’

ফেসবুকে রিপা আরও লেখেন, ‘ব্যক্তি আমি রাজ রিপা। সিসিএল বয়কট করলাম। আর যাই হোক এ জীবনে সিসিএলে আমি আর খেলছি না। যেখানে সিন্ডিকেট আছে সেখানে আমি নাই। ব্যক্তিগতভাবে আমি নিজেই বয়কট করলাম।’

বিষয়টি জানতে রাজ রিপার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, ‘আমি আমার সিদ্ধান্তে অটল। যেখানে আমার কোনও নিরাপত্তা নেই, সেখানে কেন যাব? মরে গেলেও আর সিসিএল খেলব না।’ এ সময় তিনি অনিরাপ’ত্তায় ভুগছেন বলেও জানান।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট