Thursday, November 30, 2023

সাকিব-তামিমকে মিলিয়ে দেওয়ার কি কেউ নেই, প্রশ্ন মিশার

মিশা সওদাগর সাধারণ দর্শকের মতো তামিম ইস্যুতে নিজের মতামত জানিয়েছেন। তবে তিনি কারও পক্ষ নেননি। আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের ১৫ সদস্যের দলে নেই তামিম ইকবাল। এটা নিয়ে নেটমাধ্যমে রীতিমতো ঝড় উঠেছে। এ ক্রিকেটারের অনুরাগীরা কিছুতেই এটা মেনে নিতে পারছেন না। তাদের ধারণা, ষ’ড়যন্ত্র করে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

মিশা সওদাগর লিখেছেন, ‘আমাদের এমন কেউ কি নেই যে এই দুইজনকে একত্র করে এক টেবিলে বসিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেবে? কারণ একটা কথা তো আমরা সবাই জানি যত বাড়বে বিভক্তি ততই কমবে শক্তি।

আমাদের সবচেয়ে সম্মান করার বিষয়টা হচ্ছে আমাদের দেশ, আমাদের পতাকা। এখানে তামিম সাকিব আর টিম ম্যানেজমেন্ট বড় না। সবার ওপরে দেশ জন্মভুমি, নেতৃত্ব আর ভালোবাসা। স্যাক্রিফাইস থাকলে সব-ই সম্ভব। উদাহরণ আমাদের বিজয় ১৯৭১।’

মিশা ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকে তামিম ইস্যুতে কথা বলেছেন নেটমাধ্যমে। বিষয়টি নিয়ে ওমর সানী তো এক হাত নিয়েছেন নির্বাচকদের।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট