Thursday, November 30, 2023

শাকিব খানের নায়িকা কে এই সোনাল চৌহান!

এবার কিং খানের বিপরীতে থাকছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। শাকিব খানের আসন্ন সিনেমা ‘দরদ’। এই সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা অনন্যা মামুন। আর এই  এই নামটি দেশের ভক্তদের মাঝে অপরিচিত হলেও বলিউডে বেশ কয়েকটি সিনেমাতে কাজ করেছেন সোনাল। ভক্তদের মনে এখন প্রশ্ন জেগেছে কে এই সোনাল চৌহান? সোনাল চৌহান ২০০৫ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ এবং ‘মিস ওয়াল্ড ট্যুরিজম’ টাইটেলে ভূষিত হন। সোনাল শুধু একজন অভিনেত্রীই নন। একি সঙ্গে তিনি একজন গায়িকাও।

সোনাল চৌহান ২০০৮ সালে হিন্দি সিনেমা ‘জান্নাত’ দিয়ে বলিউডে পা রাখেন। এবং একি বছর ‘রেইনবো’ শিরোনামের সিনেমা দিয়ে তেলেগু ইন্ডাস্ট্রিতে পা রাখেন। জান্নাত সিনেমায় তার বিপরীতে ছিলেন সিরিয়াল কিসার খ্যাত অভিনেতা ইমরান হাশমি এবং রেইনবো সিনেমায় ছিলেন রাহুল হরিদাশ। ২০১০ সালে কন্নড় এবং ২০১৫ সালে তামিল সিনেমাতেও অভিনয় করেছেন সোনাল। এই নায়িকার মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা এ পর্যন্ত ১৯টি, ০১টি ‘পেহলি সিতারা’ সিনেমার ঘোষণা এলেও সেটি আর মুক্তির মুখ দেখেনি। সর্বশেষ ‘আদিপুরুষ’ সিনেমাতে দেখা যায় অভিনেত্রীকে। তবে এই সিনেমাটি ব্যবসায়ীক ভাবে সফলতা পায়নি।

‘দরদ’ সিনেমায় সোনাল চৌহান চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ভারত অংশের প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি প্রযোজনার সঙ্গে জড়িত থাকছেন ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’। ‘দরদ’ সিনেমাটি বাংলার পাশাপাশি হিন্দি তামিল তেলেগু মালায়লাম এই পাঁচটি ভাষায় মুক্তি পাবে। ‘দরদ’ সিনেমা এখনই কিছু বলতে চাইছেন না নির্মাতা। তবে সূত্র জানাচ্ছে, অক্টোবর থেকে ভারতে সিনেমাটির শুটিং শুরু হবে।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট