Wednesday, November 29, 2023

রুনা লায়লার প্রতি কৃতজ্ঞ ঝিলিক

গেল বছর নভেম্বরে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুরস্রষ্টা রুনা লায়লার ৭০তম জন্মদিন উদযাপিত হয় বর্ণাঢ্যভাবে। সেই অনুষ্ঠানে অনেক শিল্পীর মধ্যে রুনা লায়লার সামনেই গান গাওয়ার সুযোগ হয়েছিল এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ঝিলিকের। ঝিলিক রুনা লায়লার নতুন মৌলিক গান ‘ফেরাতে পারিন’ গানটি গাওয়ার সুযোগ পান।

এই গানের গীতিকার কবির বকুল, সুরকার রুনা লায়লা, সঙ্গীতায়োজক রাজা ক্যাশেফ। গানটি গাওয়ার পর গানটির তেমন কোনো ভিডিও তার কাছে ছিল না। তবে তার নিজের মোবাইলে ধারণকৃত গানটির ভিডিও ক’দিন আগে ঝিলিক ফেসবুকে শেয়ার করেন।

সেখানে রুনা লায়লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে ঝিলিক লিখেন, ‘আমার এই ছোট্ট জীবনের প্রাপ্তির সংখ্যা অনেক কম হলেও সবচেয়ে বড় প্রাপ্তিটা বোধহয় আমি পেয়েছি কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ম্যাডামের হাতে (সঙ্গে সাবিনা ম্যামও ছিলেন) মুকুট পড়েছি সেরা কণ্ঠের চ্যাম্পিয়ন হিসেবে এবং তার পর থেকে তার সান্নিধ্যে থাকার সুযোগ পেয়েছি । তিনি সবসময় আমাদের উৎসাহ দিয়ে গেছেন এবং সবসময় পাশে ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট