Thursday, November 30, 2023

‘যে ছবিটি সব মেয়ের কাছে তার মা-বাবার লাভ লেটার’

গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী অভিনীত প্রথম সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। সংক্ষেপে এটিকে বলা হচ্ছে ‘অটোবায়োগ্রাফি’। এরইমধ্যে এসেছে সিনেমাটির ট্রেলার। পাচ্ছে প্রশংসাও!এরইমধ্যে ফারুকী বললেন, এই ছবিটা আসলে ‘লাভ লেটার টু আওয়ার ডটার ইলহাম’! অথবা সকল মেয়ের উদ্দেশেই তার মায়ের লাভ লেটার, বাবার লাভ লেটার!

সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা! সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার হচ্ছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চলতি আসরে। উৎসবে যোগ দিতে একমাত্র কন্যা ইলহামকে সঙ্গে নিয়ে শুক্রবার ঢাকা ছেড়ে গেছেন ফারুকী ও তিশা। তিন জনের একটি ছবিও শেয়ার করেছেন নিজেদের ওয়ালে!

বুসান সিনেমা সেন্টারে তাদের সিনেমাটির প্রিমিয়ার হবে রবিবার রাত ৮টা ৩০ মিনিটে। রবিবার ছাড়াও চলতি এই উৎসবে ‘অটোবায়োগ্রাফি’র আরো দুটি প্রদর্শনী থাকছে। একটি আগামি সোমবার এবং বুধবার। চলতি উৎসবে মর্যাদাপূর্ণ ‘কিম জিসুক অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছে ‘অটোবায়োগ্রাফি’। প্রয়াত পরিচালক কিম জিসুকের স্মরণে এ পুরষ্কার চালু করা হয়েছিল। ফারুকীর আলোচিত এই সিনেমা ছাড়াও আরও ৯ জন দাপুটে নির্মাতার সিনেমা জায়গা করে নিয়েছে এই বিভাগে।

চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ এর ১২টি সিনেমার একটি ফারুকী ‘অটোবায়োগ্রাফি’। সিনেমায় ফারুকী-তিশা ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন প্রমুখ।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট