Wednesday, November 29, 2023

মনের মানুষ পেলে বিয়ে করবেন শিরিন শিলা

রোববার (২৪ সেপ্টেম্বর) রাঙাপরী প্রেজেন্টস ‘গ্ল্যামার’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নতুন প্রজন্মের চিত্রনায়িকা শিরিন শিলা। সেখানেই সাক্ষাৎকারে আলাপচারিতার একপর্যায়ে এই অভিনেত্রী বলেন, বর্তমানে কারও সঙ্গেই সম্পর্কে নেই। মনের মানুষ পেলেই বিয়ে করবো।

এ সময় শিরিন শিলার কাছে জানতে চাওয়া হয়, এখন কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন কি না? জবাবে শিরিন বলেন, আমি সিঙ্গেল। যেহেতু এখনও বিয়ে করিনি, সুতরাং আমি সিঙ্গেল। বেশ কয়েকটি প্রেম করেছি জীবনে। আমার জীবনে সিরিয়াস প্রেম করেছি চারটা। তবে এখন প্রেমের প্রতি আমার মনই উঠে গেছে। আমি মানুষকে ভালোবাসি। তাই যেখানেই যাই, সেখানেই প্রেম।

শিরিন বলেন, আমি যদি কারও সঙ্গে থাকতাম, তাহলে এতদিনে আমার বিয়ের ফুল ফুটে যেত। আর এখন সম্ভাবনাও নেই বিয়ের। তবে আমি যদি আমার মনের মানুষ পেয়ে যাই তাহলে বিয়ে করে ফেলব।

উল্লেখ্য, নতুন প্রজন্মের চিত্রনায়িকা শিরিন শিলা। ২০১৪ সালে ‘হিটম্যান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করে দর্শকদের নজরে আসেন শিরিন।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট