রবিবার (১ অক্টোবর) রাতে অনম বিশ্বাসের সঙ্গে ফেসবুকে ছবি প্রকাশ করে পরী ক্যাপশন জুড়েছেন, ‘দ্বিতীয় ইনিংস! নতুন করে শুরু! অনম বিশ্বাস। বিস্তারিত আসছে….আল্লাহ ভরসা।’
নায়িকা পরীমনি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা সমালোচনা কাটিয়ে শুটিংয়ে ফিরছেন। সিনেমার পাশাপাশি হাতে নিচ্ছেন ওয়েব কনটেন্ট। নতুন করে চুক্তিবদ্ধ হলেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ। এতে আরও থাকছেন সময়ের জনপ্রিয় অভিনেতা পলাশ।
ভালোবাসা দিয়ে নাকি সব জয় করা যায়? কিন্তু ভালোবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে? এমন বিষয়বস্তু নিয়ে হইচইয়ের জন্য নির্মিত হচ্ছে এই সিরিজ। কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সাত পর্বের এই ওয়েব সিরিজ। এতে পরীমনি, পলাশ ছাড়াও অভিনয় করবেন শ্যামল মাওলা, ফজলুল হক বাবু। নির্মাতা সূত্রে জানা যায়, অক্টোবরের শেষে সিরিজটির শুটিং শুরু হবে।
পলাশ জানান, তিনি ১ নভেম্বর শুটিং করবেন। এই অভিনেতা বলেন, আমার ক্যারেকটার অনেক চ্যালেঞ্জিং। গল্পের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকবো। আশা করি দর্শক এনজয় করবে।