Wednesday, November 29, 2023

ডিভোর্সের খবর জানেন না রাজ, বললেন মাত্র ঘুম থেকে উঠলাম

গত বছরের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি এবং চলচ্চিত্র অভিনেতা শরিফুল রাজ। তাদের ঘর আলো করে আসে এক ছেলে সন্তানও। কিন্তু বছর গড়াতেই বিচ্ছেদের গুঞ্জন ওঠে এই দম্পতিতে নিয়ে। পরে বার বার তাদের মিল দেখা গেলেও অবশেষে বিচ্ছেদের গুঞ্জন সত্যি হলো।

দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল পরীমণি ও শরিফুল রাজের সংসারে। তারই জেরে শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটলেন তারা। জানা গেছে, গেল ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স দিয়েছেন পরী।

এদিকে, শরীফুল রাজ ডিভোর্স লেটারের কথা শুনে পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট