Thursday, November 30, 2023

গোপনে শুটিং করলেন রাজ-বুবলী

প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন শরিফুল রাজ ও শবনম বুবলী। ছবির নাম ‘দেওয়ালের দেশ’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির শুটিং শেষ করা হয়েছে গোপনে। এর পরিচালক মিশুন মনি। এই নির্মাতা জানিয়েছেন, ইতোমধ্যেই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। সোমবার (০২ অক্টোবর) সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ হবে।

নির্মাতা মিশুক মনির ভাষ্য, আমি চেয়েছিলাম আগে কাজটি সম্পন্ন করি এরপর আলোচনা করা যাবে। আমি চাই মানুষ কাজের আলোচনা করুক। প্রধান চরিত্রে আছেন শবনম ইয়াসমিন বুবলী ও শরিফুল রাজ। আমরা যথেষ্ঠ যত্ন নিয়ে ‘দেওয়ালের দেশ’ সিনেমাটি নির্মাণ করেছি। একটি অনুষ্ঠানের মাধ্যমে ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে সিনেমাটির বিষয়ে বিস্তারিত জানাব।

২০২০-২০২১ অর্থ বছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। এরপরের বছর এর দৃশ্যধারণের কাজ শুরু। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। ৭ বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট