Wednesday, October 4, 2023

এখন সন্ধ্যার পর এফডিসিতে যেতে ভয় লাগে : রিয়াজ

শনিবার (১৭ জুন) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে নাটকের অ’শ্লীলতার আগ্রাসন ও করণীয় শির্ষক এক আলোচনা সভায় যোগ দিয়ে নায়ক রিয়াজ বলেন, নাটকেও এখন অ’শ্লীলতা ঢুকে পড়েছে। এখন সন্ধ্যার পর এফডিসিতে যেতে ভয় লাগে। এসবের পেছনে অবশ্য অ’শ্লীলতা দায়ী।

অভিনেতা রিয়াজ বলেন, নাটকে এখন যেভাবে সবাই কাপড় খুলছে, ক’দিন পর চামড়া খোলা ছাড়া কিছু বাকি থাকবে না। নাটকে সরকারি হস্তক্ষেপ নয়, পরিচালকদের হস্তক্ষেপ প্রয়োজন বেশি। এই অ’শ্লীলতা নিয়ন্ত্রণে প্রয়োজন হলে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। তিনি বলেন, সব জায়গা নষ্ট হয়ে গেছে। দুর্নীতি দিয়ে ভরে গেছে। কয়দিন পর টাকা ছাড়া লিফটেও উঠা যাবে না। এখন টেলিভিশন চ্যানেলগুলো রাক্ষস হয়ে গেছে। তাদের ভিউয়ের নামে প্রতিদিন খাদ্য প্রয়োজন হয়। এসব দখল করে আছে সব অদক্ষ।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট