Tuesday, July 23, 2024

উপযোগী জমি থাকায় কুড়িগ্রামে আঙুর চাষের ব্যাপক সম্ভাবনা

কুড়িগ্রামে উপযোগী প্রচুর জমি থাকায় ব্যাপকহারে আঙুর চাষের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। দেশে আঙুর চাষে ব্যাপক সম্ভাবনা জাগিয়েছেন কুড়িগ্রামের রুহুল আমিন নামে এক কৃষি উদ্যোক্তা। ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট এলাকায় তার বাগানে শোভা পাচ্ছে ২২ জাতের আঙুর। ফলনও ভালো।

তিনি দেশে বিদেশি ফল আঙুরের ব্যাপক ফলনে সফল হয়েছেন। দু’বছর আগে ইউক্রেনসহ বিভিন্ন দেশ থেকে উন্নত জাতের আঙুরের চারা এনে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন তিনি। বাইকুনর, গ্রীনলং, একোলো, এনজেলিকা, মুনড্রপসহ বিভিন্ন জাতের আঙুর ধরেছে তার বাগানে। রং ও স্বাদ বিদেশ থেকে আমদানি করা আঙ্গুরের মতো হওয়ায় মিলেছে সফলতা।

গত বছর পাঁচ লাখ টাকার আঙুরের চারা বিক্রি করেছেন এ কৃষি উদ্যোক্তা। এবছর ২০ লাখ টাকার চারা বিক্রির আশা তার। কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী উপজেলায় তিন বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে আঙুরের চাষ হয়েছে। জেলায় ৪৭ হাজার ৩০২ হেক্টর জমি আঙুর চাষের উপযোগী। ভবিষ্যতে এর ব্যাপক সম্ভাবনা দেখছেন কৃষি কর্মকর্তারা।

ফলটির ব্যাপক চাহিদা থাকলেও আবহাওয়া মাটি ও বাণিজ্যিক চাষের জ্ঞানের অভাবসহ কিছু কারণে দেশে এখনো আঙুর চাষের আগ্রহ কম।

এই সম্পর্কিত আরও খবর

সর্বশেষ আপডেট