আজ বাংলা চলচ্চিত্রের অ্যাকশনধর্মী নায়ক জসিমের ২৫তম মৃ’ত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের ৮ অক্টোবর আজকের এইদিনে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মৃত্যুবরণ করেন কালজয়ী এই নায়ক। মৃত্যুর এত বছর পেরিয়ে গেলেও এখনও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন এই কিংবদন্তি।
১৯৫০ সালের ১৪ই আগস্ট ঢাকার নবাবগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন নায়ক জসিম। তার পুরো নাম আবুল খায়ের জসিম উদ্দিন। এই গুণী শিল্পী বাংলা চলচ্চিত্রে নায়কের পাশাপাশি ছিলেন একজন মুক্তিযো’দ্ধাও।১৯৭১ সালে মুক্তিযু’দ্ধের ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে যু’দ্ধ করেছিলেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘দেবর’। তবে নায়ক হিসেবে রুপালি পর্দায় ধরা দেন ‘মোকাবেলা’ সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে।
চলচ্চিত্রের দীর্ঘ ক্যারিয়ারের জীবনে তিনি নায়ক হিসেবে ১২০টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন। নায়কের পাশাপাশি খলনায়কের ভূমিকাতেও তাকে অভিনয় করতে দেখা গেছে। ৭০টিরও বেশি সিনেমায় তিনি খলনায়ক হয়ে অভিনয় করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে নায়ক জসিম প্রথম বিয়ের বন্ধনে আবদ্ধ হন এ দেশের খ্যাতিমান নায়িকা সুচরিতার সঙ্গে। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন বাংলাদেশের আরেক নায়িকা নাসরিনকে। সামি, রাতুল ও রাহুল নামে তিন ছেলে রয়েছে।